সাধারণ পাসপোর্ট ও ই-পাসপোর্টের পার্থক্য
সাধারণ পাসপোর্ট থেকে ই-পাসপোর্টের পার্থক্য হলো, এতে মোবাইল ফোনের সিমের মতো ছোট ও পাতলা আকারের ইলেকট্রিক মাইক্রোপ্রসেসর চিপ যুক্ত থাকে। এ চিপ পাসপোর্ট এ র একটি বিশেষ পাতার ভেতর থাকবে। এ পাতা সাধারণ পাতার চেয়ে একটু মোটা হবে। চিপে সংরক্ষিত বায়োমেট্রিক তথ্য বিশ্লেষণ করে পাসপোর্ট বহনকারী পরিচয় সনাক্ত করা যাবে। এতে করে একজনের নাম পরিচয় দিয়ে অন্য নাম পাসপোর্ট কেউ করতে পারবেনা। এ পাসপোর্ট নকল হওয়ার আশংখা থাকবে না। সাধারণ পাসপোর্ট আর তুলনায় ই-পাসপোর্ট নিরাপত্তা বৈশিষ্ট থাকবে, এ তে ৩৮ ধরণের বৈশিষ্ট লুকানো অবস্থায় থাকবে।
0 Comments