''মহান আল্লাহর কাসে প্রতিদিন মাফ ও দোআ করা দরকার''
বিত্র হাদিসে বর্ণিত রাসূল (সঃ )এর শেখানো বিভিন্ন মরণ ব্যাধি থেকে বেঁচে থাকার দোআ :-
আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল বাড়াছি ওয়াল জুনুনি ওয়াল জুযামী ওয়ামিন সায়িল আসক্বা -ম
(আবুদাউদ , তিরমিযী )
নিম্নের পরামর্শ অনুসরণের অনুরোধ
- * আক্রান্ত ব্যাক্তি থেকে তিন হাত দূরে থাকতে হবে.
- * জীবিত ও মৃত পশু/বন্য প্রাণী থেকে দূরে থাকুন
- * করোনা আক্রান্ত হাঁচি /কাশির সময় দুরুত্ব বজায় রাখুন।
- * বার বার প্রয়োজন মতো সাবান দিয়ে হাত ধুতে হবে.
- * ১ ঘন্টার মধ্যে কম পক্ষে ৪ বার পানি পান করবেন।
করোনা ভাইরাসের লক্ষণ
- ১ম থেকে ৩য় দিন - জ্বর , হালকা গলা বেথা।
- ৪থ দিন - গলা ব্যাথা, গলা ভাঙ্গা, শরীরে তাপমাত্রা বৃদ্ধি , ক্ষুধামন্দা , মাথা ব্যাথা , ডাইরিয়া
- ৫ম দিন - ক্লান্তি অনুভব মাংস পেশিতে ব্যাথা শুকনো কাশি।
- ৬ দিন - শরীরের তাপমাত্রা প্রায় ১০০ ডিগ্রি ও শুকনো কাশি, শ্বাসকষ্ট ,ডাইরিয়া
- ৭ম দিন- উচ্চ তাপমাত্রা জ্বর আরো বেশি কাশি সারা শরীর ব্যাথা, ডাইরিয়া।
- ৮ম ও ৯ম দিন - [উপসর্গগুলো উওরালো হবে জ্বর ও শ্বাস কষ্ট আরো বাড়বে।
0 Comments